নওগাঁয় তারুণ্যের উৎসব বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল। উৎসবে বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়।
ভারতীয় পণ্য বর্জনের অংশ হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলীয় নেতাকর্মীদের সঙ্গে রাজস্থানের টেক্সটাইলের একটি বিছানার চাদর পুড়িয়েছেন। এ সময় দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করতে স্থানীয়ভাবে তৈরি শাড়ি ও লুঙ্গি স্বল্পমূল্যে বিক্রি করা হয়। রিজভী বলেন, “আমরা ভারতীয় পণ্য বর্জন করছি এবং দেশীয় পণ্যে স্বয়ংসম্পূর্ণ হতে চাই।”
রাজশাহীতে আওয়ামী লীগের সাবেক এমপি এনামুল হকের নির্মিত অবৈধ ভবনে বিএনপি জেলা ও মহানগর কার্যালয় প্রতিষ্ঠা করছে। ভবনের সাইনবোর্ড টাঙানো হয়েছে এবং ১ ডিসেম্বর থেকে অফিস চালুর প্রস্তুতি চলছে। যদিও ভবনটি জেলা পরিষদের জমিতে নির্মিত, বিএনপি নেতারা জানান, তারা শুধু ভাড়াটে এবং ভবন ছেড়ে দেয়ার সময় তারা চলে যাবেন।