• 22 May, 2025

নওগাঁয় তারুণ্যের উৎসব উদ্বোধন

নওগাঁয় তারুণ্যের উৎসব উদ্বোধন

নওগাঁয় তারুণ্যের উৎসব বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল। উৎসবে বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়।

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় তারুণ্যের উৎসব উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল।  

Naogaon pic (1) (1)
এ সময় পুলিশ সুপার মুহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম, রাজশাহী সামাজিক বন বিভাগের কর্মকর্তা রফিকুজ্জামান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান ভূঁইয়া, বৈষম্যবিরোধী ছাত্রনেতা ফজলে রাব্বী, সাদমান সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।  

উদ্বোধনের পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দেশের প্রতিটি সেক্টর থেকে বৈষম্য দূর করে ক্ষুধা-দারিদ্রমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।