• 23 Jan, 2025

রাজশাহীতে সাবেক এমপির অবৈধ ভবনে বিএনপির নতুন কার্যালয়, প্রস্তুতি চলছে

রাজশাহীতে সাবেক এমপির অবৈধ ভবনে বিএনপির নতুন কার্যালয়, প্রস্তুতি চলছে

রাজশাহীতে আওয়ামী লীগের সাবেক এমপি এনামুল হকের নির্মিত অবৈধ ভবনে বিএনপি জেলা ও মহানগর কার্যালয় প্রতিষ্ঠা করছে। ভবনের সাইনবোর্ড টাঙানো হয়েছে এবং ১ ডিসেম্বর থেকে অফিস চালুর প্রস্তুতি চলছে। যদিও ভবনটি জেলা পরিষদের জমিতে নির্মিত, বিএনপি নেতারা জানান, তারা শুধু ভাড়াটে এবং ভবন ছেড়ে দেয়ার সময় তারা চলে যাবেন।

efb272954db20dafca2f41cf7b7644bd-66f43b71b8976
রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) এনামুল হক

রাজশাহী নগরের সোনাদীঘির পাড়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এনামুল হকের মালিকানাধীন এনা প্রোপার্টিজের নির্মিত একটি বিতর্কিত ভবনে গড়ে উঠছে বিএনপির রাজশাহী জেলা ও মহানগরের নতুন কার্যালয়। ভবনটি জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে নির্মিত বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে ওই ভবনে গিয়ে দেখা যায়, ভবনের ওপর সাইনবোর্ড টাঙানো হয়েছে যেখানে লেখা রয়েছে, ‘প্রধান কার্যালয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, রাজশাহী জেলা ও মহানগর।’ ভবনে প্রবেশের ফটক তৈরি ও অভ্যন্তরীণ কাজ চলছে। বিএনপির নেতারা জানিয়েছেন, ভবনটি ভাড়া নেওয়া হয়েছে ১ ডিসেম্বর থেকে কার্যকর করার জন্য। সিটি সেন্টার নামক বহুতল ভবনের পাশে জেলা পরিষদের জমিতে অনুমোদনবিহীনভাবে ইউটিলিটি সার্ভিসের জন্য এ ভবনটি নির্মাণ করে এনা প্রোপার্টিজ। জমিটি মূলত জেলা পরিষদের, কিন্তু ভবনটি নির্মাণের সময় প্রশাসনিক নজরদারির অভাব ছিল। রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরিফ উদ্দীন জানিয়েছেন, ভবনটি সিটি সেন্টারের নকশার বাইরের এলাকা ও জেলা পরিষদের অধীনে।

বিএনপির নগর সদস্যসচিব মামুনুর রশিদ বলেন, ভবনটি ভাড়া নেওয়া হয়েছে অস্থায়ীভাবে। তিনি দাবি করেন, ভবনটি অবৈধ হলেও তারা শুধুমাত্র ভাড়াটে। ভবন ছাড়তে বলা হলে তারা ছেড়ে দেবেন। এনা প্রোপার্টিজের আঞ্চলিক পরিচালক সারওয়ার জাহান নিশ্চিত করেছেন, বিএনপির কার্যালয়ের জন্য দোতলার প্রায় ১,২০০-১,৪০০ বর্গফুট এলাকা ভাড়া দেওয়া হচ্ছে। তবে ভাড়ার পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান ভবনটি নির্মাণের বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। তিনি সার্ভেয়ারের মাধ্যমে জমির সঠিক পরিমাপের নির্দেশ দিয়েছেন। এনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এনামুল হক বর্তমানে কারাগারে আছেন। এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিএনপির এই উদ্যোগ ও ভবন নির্মাণের বিষয়টি নিয়ে রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আওয়ামী লীগপন্থী বিভিন্ন মহল থেকে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪