• 22 May, 2025

রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ

রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ

রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

রাজশাহীর বাঘা উপজেলায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আড়ানী এলাকায় তার বাসভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে শাহরিয়ার আলমের বাড়ির সামনে বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শী আল নাহিয়ান বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দেওয়া বক্তব্যের প্রতিবাদে রাজশাহীতেও বিক্ষোভ হয়। এরই অংশ হিসেবে ছাত্র-জনতা সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ করে।"

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, "একদল বিক্ষুব্ধ জনতা শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ করেছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।"

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪