যৌতুক না পেয়ে শ্যালকের বউ নিয়ে গেল দুলাভাই
ফরিদপুরের নগরকান্দায় যৌতুক না পেয়ে শ্যালকের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে জার্মান প্রবাসী বাবুল হোসেন মোল্যার বিরুদ্ধে।
গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যার মামলায় আওয়ামী লীগ কর্মী শ্যামল চন্দ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বামনডাঙ্গা স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শ্যামল ২০১৪ সালের হত্যাকাণ্ডে এজহারনামীয় আসামি। তিনি আগে “সি ইউ নট ফর মাইন্ড” বক্তব্যের জন্য ভাইরাল হয়েছিলেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যার মামলায় আওয়ামী লীগ কর্মী শ্যামল চন্দ্রকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ২০২১ সালে “সি ইউ নট ফর মাইন্ড” বক্তব্যের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে বামনডাঙ্গা স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি হত্যাকাণ্ডে এজহারনামীয় ৩৪ নম্বর আসামি। বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ।২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের সময় ধারালো অস্ত্র দিয়ে শাহাবুল ইসলামকে হত্যা করা হয়। ঘটনার সাড়ে ১০ বছর পর তার ছোট ভাই বাদী হয়ে ৭৯ জনের নাম উল্লেখসহ মামলা করেন।
প্রভাত সময় ২৪
ফরিদপুরের নগরকান্দায় যৌতুক না পেয়ে শ্যালকের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে জার্মান প্রবাসী বাবুল হোসেন মোল্যার বিরুদ্ধে।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় জমি বিক্রির টাকার বিরোধের জেরে ছেলের দা-কুপে বাবা বিনোদ বিহারী মজুমদার নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত খোকন মজুমদার পলাতক।
পঞ্চগড়ে ঘন কুয়াশা ও উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।