সম্প্রতি বাংলাদেশ সফর শেষে ভারতের মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির বৈঠকে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা শশী থারুরসহ অন্যান্য সদস্য।
বিক্রম মিশ্রি বলেন, “বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারত সবসময় বাংলাদেশের জনগণকে অগ্রাধিকার দেয়। তৃতীয় কোনো দেশে রাজনৈতিক হস্তক্ষেপ করা ভারতের ঐতিহ্যের বাইরে।” তিনি আরও জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন তা দুই দেশের সম্পর্কে ক্ষুদ্র প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমালোচনামূলক বক্তব্য ও ভিডিও বার্তা প্রকাশ করছেন। এমন পরিস্থিতিতে বিক্রম মিশ্রির এই মন্তব্যকে দুই দেশের সম্পর্কের দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিক্রম মিশ্রি বলেন, “ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রাজনৈতিক সীমারেখার বাইরেও বিদ্যমান। ভারত যে কোনো সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে।”