ঢাবি এলাকার গাছে ঝুলতে থাকা লাশের পরিচয় মিলেছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের পাশে মেহগনি গাছে ঝুলন্ত লাশের পরিচয় আবু সালেহ (৪৫) বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তার মৃত্যু তদন্তাধীন।
গ্লোবাল সুপার লিগ ও বিপিএলে রংপুর রাইডার্সের সঙ্গে যুক্ত হয়েছে ইউনিভার্সিটি অব স্কলার্স। উচ্চশিক্ষা ও ক্রীড়াঙ্গনের সংযোগে ব্যতিক্রমী ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।
রংপুর রাইডার্স প্রথমবারের মতো গায়ানায় আয়োজিত গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে মাঠে নামতে প্রস্তুত। তাদের এই ঐতিহাসিক যাত্রায় পাশে থাকবে ঢাকার অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব স্কলার্স। একইসঙ্গে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) রংপুর রাইডার্সের জার্সিতে শোভা পাবে ইউনিভার্সিটি অব স্কলার্সের লোগো।
উচ্চশিক্ষা ও ক্রীড়াঙ্গনের মেলবন্ধনে দীর্ঘদিন ধরেই বিশেষ ভূমিকা পালন করে আসছে ইউনিভার্সিটি অব স্কলার্স। স্পন্সরশিপের পাশাপাশি ক্রীড়াবিদদের নিয়ে নানা কার্যক্রমও আয়োজন করে প্রতিষ্ঠানটি।
ইউনিভার্সিটি অব স্কলার্সের চিফ কোঅর্ডিনেটিং অফিসার (সিসিও) ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আব্দুল হাসিব সিদ্দিক জানান, “বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ক্রীড়াঙ্গনের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। সাঙ্গাকারা ও জয়বর্ধনের মতো খেলোয়াড়রা যেভাবে বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে উঠে এসেছেন, আমরাও চাই ইউনিভার্সিটি অব স্কলার্সের একটি টিম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বড় লিগে অংশগ্রহণ করুক। এটি আমাদের বৃহত্তর ক্রীড়াঙ্গনের সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্য।”
এদিকে, ইউনিভার্সিটি অব স্কলার্স স্পোর্টস ক্লাবের সভাপতি মো. ইশতিয়াক ইয়াকুব সোহাগ বলেন, “আমাদের স্পোর্টস ক্লাবে বর্তমানে ৯০ জনের বেশি সদস্য রয়েছেন। ক্রিকেট ছাড়াও ফুটবলসহ অন্যান্য খেলার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করছি। স্পোর্টসে ক্যারিয়ার করতে গিয়ে পড়ালেখার গ্যাপ পূরণে ইউনিভার্সিটি অব স্কলার্সের সহযোগিতা নীতিমালাগুলো অনুপ্রেরণাদায়ক।”
জাতীয় পর্যায়ের খেলাধুলায় সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ইউনিভার্সিটি অব স্কলার্সের এমন উদ্যোগ প্রশংসনীয়। ক্রীড়াঙ্গনে এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মুক্ত করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
প্রভাত সময় ২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের পাশে মেহগনি গাছে ঝুলন্ত লাশের পরিচয় আবু সালেহ (৪৫) বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তার মৃত্যু তদন্তাধীন।
ম্যাটস শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করে তাদের ৪ দফা দাবিতে বিক্ষোভ করেছেন। তাদের দাবিগুলোর মধ্যে নিয়োগ, ইন্টার্নশিপ চালু, কোর্স কারিকুলাম সংশোধন এবং উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত ‘১ম বিপ্লবোত্তর বিতর্ক প্রতিযোগিতা-২০২৫’ তে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। সেরা বিতার্কিক হিসেবে আবদুল মুঈন খান এবং শ্রেষ্ঠ বিতার্কিক শারমিন সুলতানা নির্বাচিত হন।