• 23 Jan, 2025

গাজায় ইসরায়েলি হামলায় ৭০ শতাংশ নিহত নারী ও শিশু: জাতিসংঘের তথ্য

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু। প্রতিবেদনে সংঘাতে ৮,১১৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মৃতের সংখ্যা ৪৩ হাজার জানালেও, জাতিসংঘ বলছে অধিকাংশ নিহতই নারী ও শিশু, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।

un-1024x576
ছবিঃ সংগৃহীত



গাজায় চলমান ইসরায়েলি হামলায় প্রাণহানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার দফতর জানিয়েছে, এখন পর্যন্ত গাজায় নিহতদের মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু, যা আন্তর্জাতিক মানবাধিকার নীতির সুস্পষ্ট লঙ্ঘন। শুক্রবার (৮ নভেম্বর) জাতিসংঘের মানবাধিকার দপ্তর একটি ৩২-পৃষ্ঠার পরিসংখ্যান প্রকাশ করেছে, যেখানে গাজায় চলমান সংঘাতে হতাহতের প্রকৃত চিত্র তুলে ধরা হয়েছে।

জাতিসংঘের মতে, ইসরায়েল-হামাস সংঘাতের প্রায় ১৩ মাস পেরিয়ে গেছে, এবং এই সময়ে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হওয়া ৮ হাজার ১১৯ জনের তথ্য সংগ্রহ ও যাচাই করা হয়েছে। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সংঘাতে নিহতের সংখ্যা বর্তমানে ৪৩ হাজারে পৌঁছেছে। এ বিষয়ে জাতিসংঘ বলছে, তাদের যাচাইকৃত সংখ্যা তুলনামূলক কম হলেও, নারী ও শিশুরা এই সহিংসতার মুখ্য শিকার হয়ে পড়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, "গাজায় চলমান এই সংঘাত এবং বিশেষ করে নারী ও শিশুদের হতাহতের সংখ্যা মানবাধিকারের মৌলিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন।"

গাজা অঞ্চলের এই সহিংস পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে আরো বলা হয়েছে, সংঘাতের মধ্যে যেসব নারী ও শিশুদের জীবন বিপন্ন হয়েছে, তা বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এক বিপর্যয়কর উদাহরণ।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪