• 23 Jan, 2025

আইনজীবী আলিফ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে: অ্যাটর্নি জেনারেল

আইনজীবী আলিফ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে: অ্যাটর্নি জেনারেল

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তিনি চট্টগ্রামের লোহাগাড়ায় আলিফের কবর জিয়ারত শেষে এ প্রতিশ্রুতি দেন।

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার অপরাধীদের শনাক্ত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। বুধবার (৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা গ্রামে আলিফের কবর জিয়ারত করতে গিয়ে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, অপরাধীদের বিচারের আওতায় আনতে সব আইনি পদক্ষেপ নেওয়া হবে।

কবর জিয়ারত শেষে স্থানীয় নেতা, সাংবাদিক এবং বার কাউন্সিলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানে তিনি গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে সজাগ থাকার ওপর গুরুত্বারোপ করেন। এই সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্ট ও জেলা বার কাউন্সিলের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। তাদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব‍্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আরশাদুর রউফ।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪