চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার তদন্তে গঠিত কমিটির সব সদস্য পদত্যাগ করেছেন। কমিটির প্রধান বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে পদত্যাগের কারণ ব্যাখ্যা করেছেন।
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তিনি চট্টগ্রামের লোহাগাড়ায় আলিফের কবর জিয়ারত শেষে এ প্রতিশ্রুতি দেন।
চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার ইস্যুতে ভারতের মন্তব্যকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এমন মন্তব্য দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর।