বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত, আহত ২১
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক আতাউল্লাহসহ তিন নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কক্ষে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে পাঠায় পুলিশ। অভিযোগ অনুযায়ী, স্থানীয় রাজনৈতিক বিরোধ থেকেই এই হামলা হয়েছে। পুলিশ বলছে, এটি পারিবারিক বিরোধের জেরে সংঘটিত। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহসহ তিন নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কক্ষে এ ঘটনা ঘটে। পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে সেনাবাহিনীর একটি দল আদালত চত্বরে উপস্থিত হয়। আহত অন্য দুইজন হলেন নাগরিক কমিটির জেলা সংগঠক জিহান মাহমুদ ও উপজেলা সংগঠক রাসেল মিয়া।
ঘটনার বিবরণ
আহত আতাউল্লাহ জানান, তিনি আদালতে গ্রেপ্তার হওয়া এক সহযোদ্ধার বিষয়ে কথা বলতে গিয়েছিলেন। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কক্ষে গিয়ে তাকে ও তার সহযোগীদের তুচ্ছতাচ্ছিল্য করা হয়। একপর্যায়ে নাগরিক কমিটির পরিচয় প্রকাশ পেলে তাদের ওপর হামলা শুরু হয়। আতাউল্লাহর অভিযোগ, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুলের ইশারাতেই এই হামলা চালানো হয়েছে। তিনি আরও জানান, হামলার সময় লাইট বন্ধ করে বেদম প্রহার করা হয় এবং নাগরিক কমিটির উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে কমিটির নেতাকর্মীরা বিক্ষোভ করেন।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান বলেন, এটি একটি পারিবারিক বিরোধ থেকে সৃষ্টি হওয়া ঘটনা। আদালতে যৌতুক সংক্রান্ত একটি মামলার মীমাংসার সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। এতে আতাউল্লাহসহ তিনজন আহত হয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হওয়ায় ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
প্রভাত সময় ২৪
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
ঢাকায় জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া এক ব্যক্তির মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূলহোতা সিফাত মুন্সিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়েরের পর দ্রুত অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁয় দেখা গেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি সেখান থেকে সরে যান। পুলিশ এখনো তাকে উদ্ধার করতে পারেনি।