ব্রাহ্মণবাড়িয়ায় নাগরিক কমিটির তিন নেতার ওপর হামলা, আহত অবস্থায় হাসপাতালে
ব্রাহ্মণবাড়িয়ায় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক আতাউল্লাহসহ তিন নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কক্ষে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে পাঠায় পুলিশ। অভিযোগ অনুযায়ী, স্থানীয় রাজনৈতিক বিরোধ থেকেই এই হামলা হয়েছে। পুলিশ বলছে, এটি পারিবারিক বিরোধের জেরে সংঘটিত। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।