আজহারী মঞ্চে উঠবেন রাতে, চট্টগ্রামের প্যারেড ময়দান আগে থেকেই পূর্ণ
চট্টগ্রামে পাঁচ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে বয়ান দিতে আজহারী মঞ্চে উঠবেন রাত ৮টায়, তবে বিকেল থেকেই প্যারেড ময়দান কানায় কানায় পূর্ণ।
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মামলায় এর আগে ৯ জন গ্রেপ্তার হলেও চন্দন এতদিন পলাতক ছিলেন।
চট্টগ্রামের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন (৩৮) অবশেষে গ্রেপ্তার হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রামের কোতোয়ালি থানা এবং ভৈরব থানার যৌথ অভিযানে চন্দনকে গ্রেপ্তার করা হয়। ভৈরব থানার ওসি মো. শাহিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
চন্দন চট্টগ্রামের বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে। গ্রেপ্তারের সময় তিনি ভৈরব রেলওয়ে স্টেশনে ঘোরাঘুরি করছিলেন। তার শ্বশুরবাড়ি ভৈরব এলাকায় হওয়ায় তিনি সেখানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন বলে পুলিশ জানিয়েছে। ওসি মো. শাহিন বলেন, “চন্দন ট্রেনে চট্টগ্রাম থেকে রওনা হয়ে বুধবার রাত সাড়ে ৭টায় ভৈরব স্টেশনে নামেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করার পর আমরা তাকে গ্রেপ্তার করি। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন এবং চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে।”
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর চট্টগ্রামের এসি দত্ত রোডে একটি ভবনের সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করা হয়। নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলায় প্রধান আসামি চন্দন ঘটনার পর থেকে পলাতক ছিলেন। এই মামলার তদন্তে পুলিশ ইতোমধ্যে ৯ জনকে গ্রেপ্তার করেছে। প্রধান আসামি চন্দনের গ্রেপ্তার হত্যা মামলার তদন্তে নতুন গতি আনবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
প্রভাত সময় ২৪
চট্টগ্রামে পাঁচ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে বয়ান দিতে আজহারী মঞ্চে উঠবেন রাত ৮টায়, তবে বিকেল থেকেই প্যারেড ময়দান কানায় কানায় পূর্ণ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ন চন্দ্র নাথসহ চারজনের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ছেলেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাইয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাউশি নক্ষত্রের ফলাফল বাতিলের নির্দেশ দেয় এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
চট্টগ্রাম ওয়াসার দুই ডাটা এন্ট্রি অপারেটর গ্রাহকদের বিলের ২৫ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে আটক হয়েছেন। ব্যাংকে জমা না দিয়ে সফটওয়্যারে ভুয়া এন্ট্রি দেওয়ার বিষয়টি ধরা পড়েছে। তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন।