• 23 Jan, 2025

সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বৃদ্ধি

সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বৃদ্ধি

সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার। আইনশৃঙ্খলা রক্ষায় এই ক্ষমতা ১৪ জানুয়ারি থেকে কার্যকর হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার। রোববার (১২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তার ঊর্ধ্বতন সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের, পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সমপদমর্যাদার কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। ১৪ জানুয়ারি থেকে এই ক্ষমতা পরবর্তী ৬০ দিনের জন্য কার্যকর থাকবে।

এর আগে, গত বছরের ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রথমবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়। এর কয়েকদিন পর, ৩০ সেপ্টেম্বর থেকে নৌবাহিনী এবং বিমানবাহিনীর কর্মকর্তাদেরও একই ক্ষমতা দেওয়া হয়। পরবর্তীতে, ১৫ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে এই ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছিল। একই প্রজ্ঞাপনে কোস্টগার্ড ও বিজিবিতে কর্মরত সামরিক কর্মকর্তাদেরও এ ক্ষমতা দেওয়া হয়। সশস্ত্র বাহিনীর এই ক্ষমতা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষত নির্বাচনী সময়সহ সংকটকালীন পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর প্রশাসনিক কার্যক্রম নিশ্চিত করতে এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪