সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার। আইনশৃঙ্খলা রক্ষায় এই ক্ষমতা ১৪ জানুয়ারি থেকে কার্যকর হবে।
সামনের দিনগুলোতে দেশের কঠিন পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ঢাকায় মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা ও শান্তিকালীন পদক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা ও জাতিসংঘ শান্তি মিশনে দক্ষতার প্রমাণ দিয়েছে। সংকট কাটিয়ে উঠতে সবাইকে একযোগে কাজ করার গুরুত্বও তুলে ধরেন তিনি।