• 22 May, 2025

ঢাবির অধীনে সাত কলেজের ভর্তি পরীক্ষা বাতিল

ঢাবির অধীনে সাত কলেজের ভর্তি পরীক্ষা বাতিল

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। সোমবার (২৭ জানুয়ারি) সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ঢাবি প্রো-ভিসি অধ্যাপক মামুন আহমেদ, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন ও সাত কলেজ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা। বৈঠকে বর্তমান সংকট নিরসন ও সাত কলেজের একাডেমিক কার্যক্রমকে আরও উন্নত করার উপায় নিয়ে আলোচনা হয়। আলোচনার ফলাফল অনুযায়ী ভর্তি পরীক্ষার পরিবর্তে শিক্ষার্থীদের অন্য পদ্ধতিতে ভর্তি করার প্রক্রিয়া নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, ঢাবির অধিভুক্ত সাত কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, তিতুমীর কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং মিরপুর সরকারি বাংলা কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের সুবিধার্থে নতুন ভর্তি প্রক্রিয়া শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪