• 22 May, 2025

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী অর্নব কুমার সরকার নিহত হয়েছেন। শুক্রবার রাতে শেখপাড়া তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলের বহর থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়।

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে অর্নব কুমার সরকার (২৭) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত অর্নব নগরীর বসুপাড়া এলাকার বাসিন্দা নিতিশ কুমার সরকারের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) কোর্সের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে অর্নব ময়লাপোতা থেকে শিববাড়ি যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলের বহর থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিবিদ্ধ অর্নব মোটরসাইকেল থেকে পড়ে যান। দ্রুত স্থানীয়রা তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপকমিশনার মো. এহসান হাবিব জানান, দুর্বৃত্তরা অর্নবকে লক্ষ্য করে মাথায় গুলি করে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে এবং হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত বলেন, “অর্নবের এই হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত। এটি খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া ফেলেছে।” পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত ও আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন। ঘটনাটি পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪