• 24 Jan, 2025

পরীক্ষায় অংশ নিতে ছাত্রলীগের বাধা: ঢাবি ছাত্রদলের ২৯ জন আবারও পাচ্ছে ছাত্রত্ব

পরীক্ষায় অংশ নিতে ছাত্রলীগের বাধা: ঢাবি ছাত্রদলের ২৯ জন আবারও পাচ্ছে ছাত্রত্ব

ঢাবি ছাত্রদলের ২৯ নেতাকর্মী ছাত্রত্ব ফিরে পেয়ে তাদের একাডেমিক কার্যক্রম শুরু করার সুযোগ পাচ্ছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৫-০৬ সেশন থেকে ২০১৭-১৮ সেশনের ২৯ জন ছাত্রদল নেতাকর্মী আবারও তাদের ছাত্রত্ব ফিরে পাচ্ছেন। ছাত্রলীগের বাধার কারণে তারা পূর্বে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারেননি।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বিষয়টি নিশ্চিত করেছেন। এসব শিক্ষার্থী এক-এগারো সরকারের সময় থেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন এবং একাডেমিক কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হন। তাদের আবেদনের প্রেক্ষিতে ২৯ ডিসেম্বর ডিনস কমিটির সভায় পুনরায় ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষার্থীরা তাদের আবেদনে উল্লেখ করেন, রাজনৈতিক সহিংসতার কারণে তারা শিক্ষাজীবন সমাপ্ত করতে পারেননি। ছাত্রত্ব ফিরে পাওয়ার মাধ্যমে তারা একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু করতে পারবেন।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪