• 23 Jan, 2025

আবারো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়িবহরে হামলা

আবারো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়িবহরে হামলা

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা হয়েছে। হামলাকারীরা ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয় এবং কয়েকজন আহত হন। আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করেছেন। এর আগে সংগঠনের নেতাদের ওপর হত্যাচেষ্টার অভিযোগও ওঠে।

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বান্দরবানের লামা যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারীরা ব্যাগ ও মোবাইল নিয়ে যায় এবং বেশ কয়েকজন আহত হন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এর আগে ২৭ ও ২৮ নভেম্বর সংগঠনের দুই সমন্বয়কের ওপর ট্রাক ও গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। যাত্রাবাড়ী ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ওই হামলার ঘটনা ঘটে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪