• 23 Jan, 2025

শ্মশানে চিতায় তোলার পর শ্বাস নিতে শুরু করলেন ‘মৃত’ ঘোষিত ব্যক্তি, ভারতের রাজস্থানে তিন চিকিৎসক বরখাস্ত

শ্মশানে চিতায় তোলার পর শ্বাস নিতে শুরু করলেন ‘মৃত’ ঘোষিত ব্যক্তি, ভারতের রাজস্থানে তিন চিকিৎসক বরখাস্ত

রাজস্থানের ঝুনঝুনু জেলায় ‘মৃত’ ঘোষিত এক যুবক চিতায় তোলার পর শ্বাস নিতে শুরু করেন। চিকিৎসায় গাফিলতির অভিযোগে তিন চিকিৎসক সাময়িক বরখাস্ত হয়েছেন। ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। যুবক রোহিতাশ কুমারের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

ভারতের রাজস্থানের ঝুনঝুনু জেলায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ২৫ বছর বয়সী বাক্‌প্রতিবন্ধী যুবক রোহিতাশ কুমারকে মৃত ঘোষণা করেছিলেন চিকিৎসকেরা। তাঁর ‘মৃতদেহ’ মর্গে রেখে শ্মশানে নিয়ে যাওয়ার পর চিতায় তোলার মুহূর্তে তিনি শ্বাস নিতে শুরু করেন। এ ঘটনায় ঝুনঝুনু জেলার তিন চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

বৃহস্পতিবার ঝুনঝুনুর বিডিকে হাসপাতালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রোহিতাশ কুমারকে ভর্তি করা হয়। দুপুর ২টার দিকে হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর তাঁর ‘মরদেহ’ হাসপাতালের মর্গে রাখা হয়। পরবর্তীতে পুলিশ তাঁর সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং শ্মশানে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। শ্মশানে শেষকৃত্যানুষ্ঠানের জন্য চিতায় তোলার পর উপস্থিত লোকজন লক্ষ্য করেন, রোহিতাশ শ্বাস নিতে শুরু করেছেন। পরিস্থিতি দেখে তৎক্ষণাৎ তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ফেরত পাঠানো হয়। জেলা হাসপাতালে রোহিতাশ কুমারকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।

এ ঘটনায় ঝুনঝুনুর কালেক্টর রামাবতার মীনা দ্রুত পদক্ষেপ নেন। চিকিৎসায় অবহেলার অভিযোগে ডা. যোগেশ জাখর, ডা. নবনীত মীল এবং প্রধান মেডিকেল অফিসার (পিএমও) ডা. সন্দীপ পাচারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার সঠিক তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। রামাবতার মীনা বলেন, “এ ধরনের ঘটনা চিকিৎসা ব্যবস্থার ওপর মানুষের বিশ্বাস নষ্ট করে। আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছি এবং রিপোর্ট স্বাস্থ্য বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।” এই অদ্ভুত ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর রাজস্থানের সাধারণ মানুষ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই চিকিৎসা ব্যবস্থার অব্যবস্থাপনা এবং দায়িত্বহীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। রাজস্থানে এমন এক অদ্ভুত ঘটনা চিকিৎসকদের দায়িত্বশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এবং চিকিৎসা ব্যবস্থার সংস্কারের দাবি আরও জোরালো হয়েছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪