রোম থেকে আসা বিমানে বোমার হুমকি, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে দ্রুত সাভার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা তাকে সাহায্য করেন। তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে দ্রুত সাভার সিএমএইচে নিয়ে যাওয়া হয়।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অসুস্থ বোধ করেন। এরপর তিনি স্মৃতিসৌধের মেঝেতে বসে পড়েন এবং কিছুক্ষণ পর অচেতন অবস্থায় শুয়ে পড়েন। বিএনপির নেতাকর্মীরা দ্রুত তাকে সিএমএইচ হাসপাতালে নিয়ে যান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক, ও ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর নবী সোহেলসহ অন্যান্য নেতাকর্মীরা। মির্জা ফখরুলের শারীরিক অবস্থার বিষয়ে সিএমএইচ কর্তৃপক্ষ এখনও কোনো বিস্তারিত তথ্য জানায়নি।
প্রভাত সময় ২৪
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ৬ সদস্যের সামরিক প্রতিনিধিদল। লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে দলটি ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফর করে। সফরে দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।