মাছ চুরির মামলায় কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামের রাজিবপুরে চাঁদাবাজি ও মাছ চুরির মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হারুনর রশীদ ওরফে সামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শরীয়তপুর সদর হাসপাতালে সংবাদ প্রকাশের জেরে আওয়ামী লীগ কর্মীরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। হামলায় গুরুতর আহত হয়েছেন সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজন।
শরীয়তপুরে সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে আওয়ামী লীগ কর্মীদের হাতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজন, যিনি শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের শিকার হয়েছেন।
জানা গেছে, গত ২৮ জানুয়ারি শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কাজী মোহাম্মদ ইলিয়াসের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করে সাংবাদিকরা। ওই ঘটনায় পালং মেডিকেল সেন্টারের মালিক নুরুজ্জামান শেখ সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সোমবার দুপুরে সোহাগ খান সুজন অফিসে যাচ্ছিলেন, তখন নুরুজ্জামান শেখ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলার সময় নুরুজ্জামান শেখ, তার ভাই শামীম শেখ, আরেক মালিক ইব্রাহিম মোল্লা, তার ছেলে জিহাদ মোল্লা এবং ১০-১২ জন আওয়ামী লীগ কর্মী ছুরি ও হাতুড়ি নিয়ে সোহাগ খানের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলাকারীরা সোহাগকে বাঁচাতে আসা নিউজ ২৪ প্রতিনিধি বিধান মজুমদার, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস এবং দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশের ওপরও হামলা চালায়।
আহত সোহাগ খান সুজন বলেন, “সংবাদ প্রকাশের জেরে নুরুজ্জামান শেখ আমার প্রতি ক্ষিপ্ত ছিল। আমি হামলার বিচার দাবি করছি।” নিউজ ২৪ প্রতিনিধি বিধান মজুমদার বলেন, “হঠাৎ করে দেখি নুরুজ্জামান শেখসহ ১০-১২ জন সন্ত্রাসী সুজনের ওপর হামলা চালাচ্ছে। আমরা বাঁচাতে গেলে আমাদের ওপরও হামলা হয়।” শরীয়তপুর প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, “সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।” পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, “হামলার ঘটনা শুনে হাসপাতালে গিয়েছিলাম। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রভাত সময় ২৪
কুড়িগ্রামের রাজিবপুরে চাঁদাবাজি ও মাছ চুরির মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হারুনর রশীদ ওরফে সামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে ত্রাস সৃষ্টি করা ঠাকুরগাঁওয়ের জ্যোতিকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে তাকে আটক করা হয়।
ফেনীতে পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ২০ ভুয়া পরীক্ষার্থী ধরা পড়েছে। পরীক্ষার চারটি কেন্দ্র থেকে তাদের আটক করা হয় এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।