ক্ষমতায় আসতেই ট্রাম্পের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ, পানামার প্রতিবাদ
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে পর্তুগালের লিসবনে প্রবাসী বাংলাদেশিরা এক প্রতিবাদ সভার আয়োজন করেন। এতে দল-মত নির্বিশেষে প্রবাসী নেতৃবৃন্দ অংশ নেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান।
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে পর্তুগালের লিসবন শহরের একটি বাংলাদেশি অধ্যুষিত রেস্তোরাঁয় আয়োজিত এই সভায় প্রবাসী নেতৃবৃন্দ দল-মত নির্বিশেষে একত্রিত হয়ে ঘটনার নিন্দা জানান।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রবাসী বাংলাদেশি আবদুল হাকিম মিনহাজ। সভা পরিচালনা করেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স। সভায় উপস্থিত বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মোশারফ হোসাইন, সাজিদুল আলম সাজিদ, সাইফুল হক, আফতাব আহমেদ ভূঁইয়া, আজমল আহমদসহ আরও অনেকে।
সভায় বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দেশের সম্মান রক্ষায় প্রবাসীরা সবসময় সোচ্চার ছিলেন এবং থাকবেন। আবদুল হাকিম মিনহাজ বলেন, “দেশ রক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না।” রনি মোহাম্মদ, পর্তুগাল বাংলা
প্রভাত সময় ২৪
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।