বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত, আহত ২১
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
ফরিদপুরের ভাঙ্গায় এক কলেজশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তরা ভুক্তভোগীকে আটকে রেখে যৌন নিপীড়ন করে। ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক কলেজশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া খাড়াকান্দি এলাকার গিয়াস উদ্দিন মাতুব্বরের ছেলে জুয়েল রানা (৩১) এবং ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের ঘোষ গ্রামের আবুল কালামের ছেলে মতিয়ার রহমান (৩১)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ ডিসেম্বর এক কলেজশিক্ষার্থী চিকিৎসা সেবা নিতে ফরিদপুরে যান। চিকিৎসা শেষে তার পূর্বপরিচিত শিলা নামে এক নারী তাকে ভাঙ্গা উপজেলার গ্রিন প্রাইভেট হাসপাতালের তৃতীয় তলায় সৌদি প্রবাসী শাহাদাত শেখের বাসায় নিয়ে যান। সেখানে শিলা সহযোগিতা করে ওই শিক্ষার্থীকে আটকে রেখে দুই আসামি ধর্ষণ করেন। এসময় শিলা শিক্ষার্থীর ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যান।
ঘটনার পর শিক্ষার্থীর বড় বোন বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে শনিবার পুলিশ ভাঙ্গা বাজার এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে। ভাঙ্গা থানার ওসি মোকসেদুর রহমান বলেন, “ধর্ষণের অভিযোগে করা মামলার তদন্তের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে তাদের অপরাধ স্বীকার করেছে।” বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ শিলা নামে ওই নারীর অবস্থান শনাক্তে কাজ করছে।
প্রভাত সময় ২৪
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
ঢাকায় জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া এক ব্যক্তির মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূলহোতা সিফাত মুন্সিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়েরের পর দ্রুত অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁয় দেখা গেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি সেখান থেকে সরে যান। পুলিশ এখনো তাকে উদ্ধার করতে পারেনি।