যৌতুক না পেয়ে শ্যালকের বউ নিয়ে গেল দুলাভাই
ফরিদপুরের নগরকান্দায় যৌতুক না পেয়ে শ্যালকের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে জার্মান প্রবাসী বাবুল হোসেন মোল্যার বিরুদ্ধে।
ফরিদপুরের ভাঙ্গায় এক কলেজশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তরা ভুক্তভোগীকে আটকে রেখে যৌন নিপীড়ন করে। ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক কলেজশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া খাড়াকান্দি এলাকার গিয়াস উদ্দিন মাতুব্বরের ছেলে জুয়েল রানা (৩১) এবং ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের ঘোষ গ্রামের আবুল কালামের ছেলে মতিয়ার রহমান (৩১)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ ডিসেম্বর এক কলেজশিক্ষার্থী চিকিৎসা সেবা নিতে ফরিদপুরে যান। চিকিৎসা শেষে তার পূর্বপরিচিত শিলা নামে এক নারী তাকে ভাঙ্গা উপজেলার গ্রিন প্রাইভেট হাসপাতালের তৃতীয় তলায় সৌদি প্রবাসী শাহাদাত শেখের বাসায় নিয়ে যান। সেখানে শিলা সহযোগিতা করে ওই শিক্ষার্থীকে আটকে রেখে দুই আসামি ধর্ষণ করেন। এসময় শিলা শিক্ষার্থীর ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যান।
ঘটনার পর শিক্ষার্থীর বড় বোন বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে শনিবার পুলিশ ভাঙ্গা বাজার এলাকা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে। ভাঙ্গা থানার ওসি মোকসেদুর রহমান বলেন, “ধর্ষণের অভিযোগে করা মামলার তদন্তের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে তাদের অপরাধ স্বীকার করেছে।” বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ শিলা নামে ওই নারীর অবস্থান শনাক্তে কাজ করছে।
প্রভাত সময় ২৪
ফরিদপুরের নগরকান্দায় যৌতুক না পেয়ে শ্যালকের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে জার্মান প্রবাসী বাবুল হোসেন মোল্যার বিরুদ্ধে।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় জমি বিক্রির টাকার বিরোধের জেরে ছেলের দা-কুপে বাবা বিনোদ বিহারী মজুমদার নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত খোকন মজুমদার পলাতক।
পঞ্চগড়ে ঘন কুয়াশা ও উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।