নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙলেন বিএনপিপন্থি আইনজীবীরা
নারায়ণগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলা জজ আদালতের সামনে থাকা বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল ভেঙে ফেলেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর ঢাকার নগর জাদুঘর, বলধা গার্ডেন ও পার্কগুলো ডিএসসিসি’র নির্দেশনায় বিনামূল্যে উন্মুক্ত থাকবে। ডিএনসিসি শিশুপার্কও শিশুদের জন্য বিনা টিকিটে খোলা থাকবে।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর (সোমবার) ঢাকার নগর জাদুঘর, বলধা গার্ডেন, কলাবাগান শিশুপার্কসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সব পার্ক ও খেলার মাঠ বিনামূল্যে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। রোববার ডিএসসিসি’র তথ্য কর্মকর্তা জোবায়ের হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব স্থাপনায় প্রবেশ করতে কোনো ফি দিতে হবে না। একইভাবে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) তাদের আওতাধীন শিশুপার্ক বিজয় দিবস উপলক্ষ্যে বিনা টিকিটে শিশুদের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছে।
প্রভাত সময় ২৪
নারায়ণগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলা জজ আদালতের সামনে থাকা বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল ভেঙে ফেলেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
রাজধানীসহ দেশের সড়ক-মহাসড়কে ছিনতাই রোধে ট্রাফিক সার্জেন্টদের হালকা অস্ত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, পুলিশের জনবল সংকটের কারণে ট্রাফিক সার্জেন্টদের এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ক্যামেরা ও বাইনোকোলারের মাধ্যমে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন কমিশনার ড. নাজমুল করীম খান।