• 23 Jan, 2025

মহান বিজয় দিবসে বিনামূল্যে জাদুঘর ও পার্ক উন্মুক্ত রাখবে ডিএসসিসি

মহান বিজয় দিবসে বিনামূল্যে জাদুঘর ও পার্ক উন্মুক্ত রাখবে ডিএসসিসি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর ঢাকার নগর জাদুঘর, বলধা গার্ডেন ও পার্কগুলো ডিএসসিসি’র নির্দেশনায় বিনামূল্যে উন্মুক্ত থাকবে। ডিএনসিসি শিশুপার্কও শিশুদের জন্য বিনা টিকিটে খোলা থাকবে।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর (সোমবার) ঢাকার নগর জাদুঘর, বলধা গার্ডেন, কলাবাগান শিশুপার্কসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সব পার্ক ও খেলার মাঠ বিনামূল্যে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। রোববার ডিএসসিসি’র তথ্য কর্মকর্তা জোবায়ের হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব স্থাপনায় প্রবেশ করতে কোনো ফি দিতে হবে না। একইভাবে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) তাদের আওতাধীন শিশুপার্ক বিজয় দিবস উপলক্ষ্যে বিনা টিকিটে শিশুদের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪