• 24 Jan, 2025

জিয়াউলের দেশ-বিদেশে শত কোটির সম্পদ, রয়েছে বিদেশি নাগরিকত্ব

জিয়াউলের দেশ-বিদেশে শত কোটির সম্পদ, রয়েছে বিদেশি নাগরিকত্ব

বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের দেশ-বিদেশে শত কোটির সম্পদ ও এন্টিগুয়ার নাগরিকত্বসহ বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্য উদঘাটন করেছে দুদক।

দুর্নীতি দমন কমিশন (দুদক) বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে দেশ-বিদেশে শত কোটি টাকার সম্পদ এবং এন্টিগুয়া অ্যান্ড বার্বুডার নাগরিকত্ব গ্রহণের তথ্য উদঘাটন করেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন জানান, জিয়াউল আহসান ২২ কোটি ২৭ লাখ টাকার অপ্রকাশিত আয়ের সম্পদ অর্জন করেছেন। এছাড়াও, তার ৮টি ব্যাংক অ্যাকাউন্টে ১২০ কোটির অস্বাভাবিক লেনদেন এবং মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্য পাওয়া গেছে।

দুদক আরও জানায়, জিয়াউল এন্টিগুয়ার পাঁচ বছর মেয়াদি বন্ডে সাড়ে ১৩ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছেন এবং মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠানের অনুকূলে দুই লাখ মার্কিন ডলার প্রদান করেছেন। সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে তার বিপুল পরিমাণ সম্পদ রয়েছে বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে। জিয়াউলের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪