জিয়াউলের দেশ-বিদেশে শত কোটির সম্পদ, রয়েছে বিদেশি নাগরিকত্ব
বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের দেশ-বিদেশে শত কোটির সম্পদ ও এন্টিগুয়ার নাগরিকত্বসহ বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্য উদঘাটন করেছে দুদক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একাধিক পোস্টে অভিযোগ করেছেন, বিএনপি আঁতাতের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে।
যারা আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত, তারাই এখন আঁতাতের রাজনীতি ও ভারতনির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে,’ এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একাধিক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত তার প্রথম পোস্টে লেখেন, ‘দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় কার সাথে কে ব্যবসা করেছে এবং গ্রেফতারের পর কে কার জন্য তদবির করেছে, তার সব খবর আমাদের কাছে আছে।’ এর কিছুক্ষণ পর আরও একটি পোস্টে বিএনপির সমালোচনা করে তিনি লেখেন, ‘বিএনপির একজন সিনিয়র নেতা আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো দ্বন্দ্ব না থাকার কথা অকপটে বলেছেন। অথচ তিনি ভুলে গেলেন যে, আওয়ামী লীগই বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিজম কায়েম করেছে। গুম, খুন ও গণহত্যার মধ্য দিয়ে দেশকে অরাজকতার শীর্ষে নিয়ে গেছে।’
হাসনাত আরও লেখেন, ‘বিএনপির একজন নেতা বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তাদের কিছু যায় আসে না। অথচ তিনি ভুলে গেলেন, বিগত তিনবারের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে। বিএনপি বিগত নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছিল আওয়ামী লীগের এসব কার্যকলাপের কারণে।’ হাসনাত তার পোস্টে আরও উল্লেখ করেন, ‘গণ-অভ্যুত্থানের পরে ছাত্র-জনতার সম্মিলনে একটি নতুন রাজনৈতিক দলের উত্থান যখন প্রয়োজন হয়ে পড়েছে, তখন বিএনপি সেটিকে তাদের স্বার্থের বিপক্ষে হুমকি হিসেবে চিহ্নিত করছে। বিএনপি ও আওয়ামী লীগ উভয়ই নতুন রাজনৈতিক দল গঠনের সম্ভাবনাকে শঙ্কার চোখে দেখছে।’
তিনি বলেন, ‘বিএনপি রাজনীতিতে সংস্কারের সুযোগ অবমূল্যায়ন করছে। গণ-অভ্যুত্থানের ফলে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তারা।’ হাসনাতের এ মন্তব্য বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন গোপন তৎপরতা এবং নতুন রাজনৈতিক শক্তির উত্থান নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। এটি দেশের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রভাত সময় ২৪
বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের দেশ-বিদেশে শত কোটির সম্পদ ও এন্টিগুয়ার নাগরিকত্বসহ বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্য উদঘাটন করেছে দুদক।
সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পত্তি অর্থপাচারের অভিযোগে সিআইডি ক্রোক করেছে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে অভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সহায়তা প্রক্রিয়ায় বিলম্ব, আচরণগত অসন্তুষ্টি এবং চিকিৎসা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি।