জিয়াউলের দেশ-বিদেশে শত কোটির সম্পদ, রয়েছে বিদেশি নাগরিকত্ব
বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের দেশ-বিদেশে শত কোটির সম্পদ ও এন্টিগুয়ার নাগরিকত্বসহ বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্য উদঘাটন করেছে দুদক।
সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পত্তি অর্থপাচারের অভিযোগে সিআইডি ক্রোক করেছে।
বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সিআইডি এক বিজ্ঞপ্তিতে জানায়, সালমান এফ রহমানের মালিকানাধীন অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড ও কাঁচপুর অ্যাপারেলস লিমিটেড দুবাইয়ে তার ছেলের মালিকানাধীন ‘আর আর গ্লোবাল ট্রেডিং এফজেডই’ প্রতিষ্ঠানে ২১টি এলসির মাধ্যমে ২০২০-২০২৪ সালের মধ্যে ২ কোটি ৬০ লাখ ৯৮৪ মার্কিন ডলার অর্থ পাচার করেছে।
এ ঘটনায় তদন্তাধীন মানি লন্ডারিং মামলার অংশ হিসেবে ঢাকার দোহার থানার ২ হাজার শতাংশ জমি, গুলশান-২-এর দ্য ইনভয় ৮৪ ভবনে ছয় হাজার ১৮৯ বর্গফুটের একটি ফ্ল্যাট এবং গুলশানের ট্রিপ্লেটস নামক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার আরও দুটি ফ্ল্যাট আদালতের নির্দেশে ক্রোক করা হয়েছে। সিআইডি জানিয়েছে, ক্রোককৃত সম্পদের বর্তমান বাজার মূল্য ২৫০ কোটি টাকা।
প্রভাত সময় ২৪
বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের দেশ-বিদেশে শত কোটির সম্পদ ও এন্টিগুয়ার নাগরিকত্বসহ বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্য উদঘাটন করেছে দুদক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একাধিক পোস্টে অভিযোগ করেছেন, বিএনপি আঁতাতের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে অভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সহায়তা প্রক্রিয়ায় বিলম্ব, আচরণগত অসন্তুষ্টি এবং চিকিৎসা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি।