ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারতের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপে সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ ও বিনিয়োগ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। তবে সৌদি আরবের শর্ত অনুযায়ী, গাজা যুদ্ধের অবসান এবং ফিলিস্তিন ইস্যুতে কার্যকর অগ্রগতি ছাড়া আলোচনা এগোনো কঠিন।
ক্ষমতা গ্রহণের পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে প্রথমবারের মতো ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য আব্রাহাম চুক্তি সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন ট্রাম্প। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার (২২ জানুয়ারি) ট্রাম্প ও সালমানের মধ্যে এই ফোনালাপ হয়। আলোচনায় ট্রাম্প সৌদি আরবকে আব্রাহাম চুক্তিতে অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করেন। এই চুক্তির আওতায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতা পাবে এবং মার্কিন অর্থনীতিতে বড় বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।
সৌদি আরব চুক্তি কার্যকরের আগে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কার্যকর পদক্ষেপের ওপর জোর দিয়েছে। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে তারা ইসরায়েলের কাছ থেকে কেবল প্রতীকী পদক্ষেপ নয়, বরং বাস্তবসম্মত অগ্রগতি আশা করছে। সৌদি পক্ষ জানায়, গাজা যুদ্ধের অবসান ছাড়া সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হবে না।
ফোনালাপে যুবরাজ সালমান ট্রাম্পকে জানান, সৌদি আরব আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে তাদের বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায়। এমনকি নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হলে এই পরিমাণ আরও বাড়ানো হবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিরোধিতা করায় সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে জটিলতা সৃষ্টি হচ্ছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও হোয়াইট হাউস থেকে এ নিয়ে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।
প্রভাত সময় ২৪
ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারতের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
ভারতের অন্ধ্রপ্রদেশে স্ত্রীকে হত্যার পর লাশ গুম করতে প্রেশার কুকারে রান্নার অভিযোগে সাবেক সেনা সদস্য গুরু মূর্তিকে আটক করেছে পুলিশ। তদন্তে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং লাশের অংশ লেকে ফেলে দেওয়ার ভয়ংকর পরিকল্পনার বিবরণ দেন।
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পানামা খাল নিয়ে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পানামা।