ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেছেন, নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। ছাত্রলীগসহ কেউ যদি হরতালের নামে বিশৃঙ্খলা সৃষ্টি বা নাশকতার চেষ্টা করে, তাহলে তা কঠোরভাবে দমন করা হবে। শুক্রবার (৩১ জানুয়ারি) অমর একুশে বইমেলার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর নিরাপত্তায় র্যাব ও গোয়েন্দা সংস্থাও কাজ করবে।” তিনি আরও জানান, এবারের বইমেলা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। "টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত সড়ক সারাদিন বন্ধ থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক মাস ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে," বলেন তিনি।
এছাড়া, বইমেলায় যাতে উসকানিমূলক কোনো বই প্রকাশিত না হয়, সে বিষয়ে বাংলা একাডেমিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি খাবারের দোকানগুলোতে ন্যায্য মূল্য নিশ্চিত করতে পুলিশকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। রাজধানীর চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, "ছোট ছোট আন্দোলনের নামে রাস্তা বন্ধ করা উচিত নয়। নগরবাসীর চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না।"