যৌতুক না পেয়ে শ্যালকের বউ নিয়ে গেল দুলাভাই
ফরিদপুরের নগরকান্দায় যৌতুক না পেয়ে শ্যালকের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে জার্মান প্রবাসী বাবুল হোসেন মোল্যার বিরুদ্ধে।
পঞ্চগড়ে ৯ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও হেরোইনসহ এক যুবককে আটক করেছে বিজিবি। যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পঞ্চগড় জেলার মাঝিপাড়া এলাকায় শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে বিজিবির অভিযানে ৯ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও হেরোইনসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবক দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী এলাকার ধর্মনারায়নের ছেলে হরসিত রায়। বিজিবি ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনিরুল ইসলাম রাতে ঢাকা পোস্টকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে একটি যাত্রীবাহী বাসে মাদকের চালান পঞ্চগড়ে পৌঁছাবে। এর ভিত্তিতে শালবাহান মাঝিপাড়া এলাকায় স্থাপন করা চেকপোস্টে ১৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নেতৃত্বে অভিযান চালানো হয়। দুপুর ১১টার দিকে বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী "দোয়েল পরিবহন" নামক একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বাসের ভেতর থেকে ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিস্টাল মেথ এবং ৯০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটক মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ৯ কোটি ১৩ লাখ ১০ হাজার টাকা।
পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রাথমিকভাবে মাদকের উপস্থিতি নিশ্চিত করেছে। উদ্ধারকৃত মাদক আরও বিশ্লেষণের জন্য ল্যাবে পাঠানো হচ্ছে। আটককৃত হরসিত রায়কে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত কবীর জানিয়েছেন, বিজিবি বিপুল মূল্যের মাদকসহ একজনকে আটক করেছে। থানায় আনার প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে।
পঞ্চগড় বিজিবির নিয়মিত অভিযান মাদক পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের সাফল্য মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসনের দৃঢ় অবস্থানকে প্রমাণ করে। এই ঘটনার মাধ্যমে মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
প্রভাত সময় ২৪
ফরিদপুরের নগরকান্দায় যৌতুক না পেয়ে শ্যালকের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে জার্মান প্রবাসী বাবুল হোসেন মোল্যার বিরুদ্ধে।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় জমি বিক্রির টাকার বিরোধের জেরে ছেলের দা-কুপে বাবা বিনোদ বিহারী মজুমদার নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত খোকন মজুমদার পলাতক।
পঞ্চগড়ে ঘন কুয়াশা ও উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।