আশুলিয়ায় ছাত্র আন্দোলনে নিহত ৪ জনের লাশ উত্তোলন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত চারজনের লাশ আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের জন্য এই প্রক্রিয়া সম্পন্ন হয়।
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দেশের সর্ববৃহৎ জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। লাখো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে ময়দান ছাড়িয়ে আশপাশের সড়ক ও অলিগলিতেও নামাজের সারি ছড়িয়ে পড়ে।
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিনে দেশের সর্ববৃহৎ জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। লাখো ধর্মপ্রাণ মুসল্লি এতে অংশ নেন, যার ফলে ইজতেমা ময়দান ছাড়িয়ে আশপাশের সড়ক, মহাসড়ক ও ফুটপাতেও মুসল্লিদের উপস্থিতি দেখা যায়।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর ১টা ৫১ মিনিটে জুমার নামাজ শুরু হয়ে ১টা ৫৬ মিনিটে শেষ হয়। এতে ইমামতি করেন বাংলাদেশের বিশিষ্ট আলেম মাওলানা জুবায়ের সাহেব। বিশ্ব ইজতেমার আয়োজক তাবলিগ জামাতের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান নিশ্চিত করেছেন যে, এবারও জুমার নামাজের জামাতে মুসল্লিদের ঢল নেমেছে এবং নামাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
ইজতেমার জুমার নামাজে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসল্লি ইজতেমা ময়দানে সমবেত হন। ভোর থেকেই তারা মাঠে প্রবেশ করতে শুরু করেন। দুপুরের আগেই ইজতেমার মূল মাঠ পূর্ণ হয়ে আশপাশের সড়ক ও মহাসড়কে নামাজের সারি ছড়িয়ে পড়ে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখতে র্যাব, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন ছিল। এছাড়া মুসল্লিদের সার্বিক সুবিধার জন্য ফায়ার সার্ভিস, মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা দেখা গেছে।
বিশ্ব ইজতেমা বিশ্বের অন্যতম বৃহত্তম ইসলামি সম্মেলন। প্রতিবছর লাখো মুসল্লি এতে অংশ নিতে বাংলাদেশে আসেন। তিন দিনব্যাপী এই ধর্মীয় মহাসম্মেলনে দাওয়াতি কার্যক্রম, ইসলামী শিক্ষা ও আত্মশুদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রভাত সময় ২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত চারজনের লাশ আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের জন্য এই প্রক্রিয়া সম্পন্ন হয়।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে বাদ আসর ৬৩টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। ভারতের মাওলানা যুহাইরুল হাসান বিয়েগুলো পড়ান এবং নবদম্পতিদের জন্য দোয়া করেন।
অমর একুশে বইমেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থাপিত ডাস্টবিনে ময়লা ফেললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, যা সামাজিক মাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে।