• 23 Jan, 2025

বাংলাদেশে চ্যানেল বন্ধের গুজব: ভারতীয় সংবাদমাধ্যমের ভিত্তিহীন প্রতিবেদন

বাংলাদেশে চ্যানেল বন্ধের গুজব: ভারতীয় সংবাদমাধ্যমের ভিত্তিহীন প্রতিবেদন

বাংলাদেশে টিভি চ্যানেল বন্ধের ভুয়া খবর ছড়িয়েছে ভারতীয় কিছু সংবাদমাধ্যম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন বিষয়টি গুজব বলে নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বাংলাদেশে টিভি চ্যানেল বন্ধ নিয়ে ভারতীয় কিছু সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ বলেছেন, ‘মন্ত্রণালয়ে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। এমন কোনো সিদ্ধান্ত হলে আমার জানা থাকত।’ একইভাবে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী জানান, এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং সরকারও এমন কোনো সিদ্ধান্ত নেয়নি।

রিউমার স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সংবাদমাধ্যমগুলো কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই বাংলাদেশে টিভি চ্যানেল বন্ধের মিথ্যা তথ্য প্রচার করেছে। যাচাইয়ে এই দাবি পুরোপুরি গুজব বলে প্রমাণিত হয়েছে। এ ধরনের ভিত্তিহীন তথ্য বিশ্বাস না করতে এবং সঠিক তথ্যের জন্য দায়িত্বশীল সূত্রের ওপর নির্ভর করতে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪