• 23 Jan, 2025

চট্টগ্রামে ট্রাকচাপায় হত্যাচেষ্টার শিকার হাসনাত এবং সারজিস

চট্টগ্রামে ট্রাকচাপায় হত্যাচেষ্টার শিকার  হাসনাত এবং সারজিস

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকচাপা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে হত্যার চেষ্টা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় চুনতি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় ট্রাক জব্দ করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। নিহত আইনজীবী সাইফুল ইসলামের কবর জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে এ হামলার শিকার হন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনা ঘটে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে।

কেন্দ্রীয় সমন্বয়ক মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে এ হত্যাচেষ্টার শিকার হন তারা। লোহাগাড়া থানার এএসআই মো. আলিম জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

এর আগে, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় চট্টগ্রামে বিক্ষোভ হয়। এ ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে এবং কোতোয়ালি থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত আইনজীবী আলিফ ছিলেন সরকারি কৌঁসুলি এবং ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। তার হত্যার প্রতিবাদে চট্টগ্রামের আদালতে আইনজীবীরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। চট্টগ্রামে ট্রাকচাপায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে হত্যার চেষ্টা। ঘটনা তদন্তে আইনগত প্রক্রিয়া শুরু। নিহত আইনজীবী আলিফের হত্যাকাণ্ড নিয়ে উত্তেজনা অব্যাহত।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪