নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙলেন বিএনপিপন্থি আইনজীবীরা
নারায়ণগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলা জজ আদালতের সামনে থাকা বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল ভেঙে ফেলেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
ঢাকা কলেজে অর্থনীতি বিভাগের পাশে ঝরাপাতা ও ডালপালায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার রাত ১১টার দিকে এ আগুন দ্রুত নিভে যায়। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, স্থানীয়রা আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রাজধানীর ঢাকা কলেজে অর্থনীতি বিভাগের পাশের এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে মূল ক্যাম্পাস থেকে কেন্দ্রীয় মাঠে প্রবেশমুখে ঝরাপাতা ও ডালপালায় এই আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হল থেকে আগুন দেখতে পেয়ে ছাত্ররা বালতি ও মগ নিয়ে আগুন নেভাতে ছুটে যান। তবে তাঁদের পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। রাতুল নামের এক শিক্ষার্থী বলেন, “আমরা ব্যাডমিন্টন খেলছিলাম। আগুন লাগার খবর শুনে ছুটে যাই, কিন্তু ৫ মিনিটের মধ্যেই আগুন নিভে যায়।”
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, “আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে যায়। তবে স্থানীয়রা তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন।”এ ঘটনায় কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রভাত সময় ২৪
নারায়ণগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলা জজ আদালতের সামনে থাকা বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল ভেঙে ফেলেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
রাজধানীসহ দেশের সড়ক-মহাসড়কে ছিনতাই রোধে ট্রাফিক সার্জেন্টদের হালকা অস্ত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, পুলিশের জনবল সংকটের কারণে ট্রাফিক সার্জেন্টদের এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ক্যামেরা ও বাইনোকোলারের মাধ্যমে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন কমিশনার ড. নাজমুল করীম খান।