রোম থেকে আসা বিমানে বোমার হুমকি, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
ভারতের উত্তর প্রদেশে মসজিদ দখল নিয়ে পুলিশের গুলিতে তিন মুসল্লি নিহত হওয়ার ঘটনায় কড়া নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তারা ভারতের মুসলিমবিদ্বেষী আচরণ বন্ধের আহ্বান জানিয়ে ফ্যাসিবাদী নীতি পরিহারের দাবি তুলেছে।
ভারতের উত্তর প্রদেশের সামভালে শতাব্দী প্রাচীন একটি ঐতিহাসিক মসজিদের জমি দখলকে কেন্দ্র করে পুলিশের গুলিতে তিন মুসল্লি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজেদুর রহমান বলেন, “ভারতের মুসলিমবিদ্বেষী পুলিশ বাহিনী নিরীহ মুসল্লিদের ওপর গুলি চালিয়ে তিনজনকে শহীদ করেছে। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন।”
বিবৃতিতে নেতারা বলেন, “উত্তর প্রদেশের সামভালে ঐতিহাসিক মসজিদের জমি দখলের নতুন ষড়যন্ত্র চলছে। স্থানীয় মুসল্লিরা প্রতিবাদ করতে গেলে মুসলিমবিদ্বেষী যোগী আদিত্যনাথের পুলিশ বাহিনী তাদের ওপর নির্বিচারে গুলি চালায়। ভারতের এই ইসরায়েলি কায়দার আচরণ বন্ধ করতে হবে।” তারা আরও বলেন, “প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হলে ভারতের শাসকগোষ্ঠীকে তার ফ্যাসিস্ট ও সাম্প্রদায়িক নীতি থেকে সরে আসতে হবে। নিজেদের সংখ্যালঘু মুসলিমদের ওপর দমন-পীড়ন ও হত্যাযজ্ঞ চালিয়ে তারা দক্ষিণ এশিয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়ছে।” নেতারা অভিযোগ করেন, “ভারতে মুসলমানদের মসজিদ, বাড়িঘর ও জমি দখলের ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে। এসব কর্মকাণ্ড বন্ধে ভারতের শাসকগোষ্ঠীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে দক্ষিণ এশিয়ার কোনো রাষ্ট্রই ভারতকে বন্ধু হিসেবে মানতে পারবে না।”
প্রভাত সময় ২৪
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ৬ সদস্যের সামরিক প্রতিনিধিদল। লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে দলটি ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফর করে। সফরে দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।