• 22 May, 2025

আমার ওপর এবার একটু রহম করো : পরী মণি

আমার ওপর এবার একটু রহম করো : পরী মণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরী মণি তার ব্যক্তিগত জীবন নিয়ে চলমান আলোচনায় হতাশ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও গণমাধ্যমের কাছে তার প্রতি সহানুভূতি কামনা করেছেন।

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরী মণি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান আলোচনার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং ভক্ত ও গণমাধ্যমের কাছে সহানুভূতির আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে পরী মণি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “আজ কোনো এক কারণে নিজেকে নিজের মতো করে অনেকগুলো প্রশ্ন করতে ইচ্ছে করলো আমার। নিজের সাথে কথোপকথন হলো খুব। নিজেকে আক্রমণাত্মক প্রশ্ন করলাম সবগুলোই।” তিনি আরও জানান, কেন গণমাধ্যম ও সাধারণ মানুষ তার ব্যক্তিগত জীবন নিয়ে এত মাতামাতি করেন, কেন তার কাজের চেয়ে ব্যক্তিগত জীবন বেশি আলোচিত হয় এবং কেন অতীতে এমনটা ছিল না। অভিনেত্রী তার স্ট্যাটাসে বলেন, "জীবনে কখনো কখনো নিজের কর্ম অবস্থানের থেকে খুব বেশি জরুরি হয়ে পড়ে ওই জীবনটা। প্রত্যেকটা জীবনের অধিকার আছে সুন্দর করে বেঁচে থাকার।" পরী মণি তার ভক্তদের কাছে অনুরোধ করেছেন, "আমার কাজের বাইরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আর টানাটানি কইরেন না আল্লাহর ওয়াস্তে।"

তিনি স্পষ্টভাবে জানান, বর্তমানে তার ক্যারিয়ারের চেয়ে গুরুত্বপূর্ণ তার সন্তানদের সুন্দর জীবন দেওয়া। “আমি আমার বাচ্চাদের মা, একমাত্র অভিভাবক হয়ে আমি তার সর্বোচ্চটা দিতে চাই। যেমন করে হয়তো সব মায়েরাই চায়!" অভিনেত্রী আরও বলেন, “গত তিন-চার মাস ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। কেন/কী জন্য সেটা বলার প্রয়োজন নেই।” তার বক্তব্য থেকে স্পষ্ট যে, তিনি ব্যক্তিগত জীবন নিয়ে অব্যাহত আলোচনার কারণে মানসিকভাবে ক্লান্ত।

পরী মণি তার স্ট্যাটাসে আরও বলেন, “আমি নায়িকা, আমি মেয়ে, সব কিছু ছাড়িয়ে আমি একজন মানুষ। আমি এই পৃথিবীর সমস্ত মানুষের কাছে প্রার্থনা করছি— হে মানুষ, হে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণ, তোমরা আমার উপর এবার একটু রহম করো। আগে আমি সুন্দর করে একটু বাঁচি, তারপর এমন হাজারো প্রশ্নের উত্তর দেবো।” অভিনেত্রী গণমাধ্যম ও ভক্তদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তার ব্যক্তিগত জীবন তার একান্ত ব্যক্তিগত বিষয় এবং তাকে তার কাজের মাধ্যমে মূল্যায়ন করা উচিত।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪