• 23 Jan, 2025

পুলিশের দাবি, সাইফ আলী খানের হামলাকারী বাংলাদেশি কুস্তিগীর, অভিযুক্তের আইনজীবীর ভিন্ন দাবি

পুলিশের দাবি, সাইফ আলী খানের হামলাকারী বাংলাদেশি কুস্তিগীর, অভিযুক্তের আইনজীবীর ভিন্ন দাবি

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মুহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে মুম্বাই পুলিশ থানের ওয়াগবিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে। বান্দ্রা পুলিশের তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশের নাগরিক এবং ভারতে আসার আগে তিনি বাংলাদেশে কুস্তি লড়তেন। তবে অভিযুক্তের আইনজীবী সন্দীপ শেখানে এসব দাবি অস্বীকার করেছেন এবং বলেছেন, শরিফুল ভারতেই সাত বছর ধরে বসবাস করছেন।

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় প্রায় ৭০ ঘণ্টার চোর-পুলিশ খেলার পর অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে মুম্বাই পুলিশ। রোববার সকালে থানে জেলার ওয়াগবিল এলাকা থেকে ৩০ বছর বয়সী মুহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে গ্রেপ্তার করা হয়। পুলিশ দাবি করছে, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি এবং ভারতে আসার আগে তিনি বাংলাদেশে পেশাদার কুস্তিগীর ছিলেন। 

পুলিশ জানায়, গত রোববার বান্দ্রার কার্টার রোডে সাইফ আলী খানের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে সিঁড়ি ও পাইপ বেয়ে হামলাকারী প্রবেশ করেন। এরপর বাথরুমের জানালা ভেঙে ১৩ তলায় পৌঁছে তিনি তৈমুর ও জেহর শোবার ঘরে প্রবেশ করেন। তাঁকে প্রথম দেখতে পান সাইফ-কারিনার বাসার পরিচারিকা, যিনি ভয়ে চিৎকার করে ওঠেন। তখনই অভিযুক্ত ব্যক্তি সাইফ আলী খানের ওপর আক্রমণ করেন।

সাধারণ মানুষের প্রশ্ন ছিল, কীভাবে এত কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে একজন ব্যক্তি এমন একটি বিলাসবহুল ফ্ল্যাটে ঢুকতে পারলেন। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হামলাকারী প্রথমে আটতলা পর্যন্ত সিঁড়ি দিয়ে ওঠেন এবং তারপর ডাক্ট এরিয়া ব্যবহার করে আরও পাঁচতলা উপরে উঠে যান। পুলিশের দাবি, অভিযুক্ত শরিফুল নিজেকে কুস্তিগীর হিসেবে পরিচয় দিয়েছেন। তাঁর দাবি, বাংলাদেশে জেলা ও জাতীয় স্তরের কুস্তি চ্যাম্পিয়নশিপে তিনি অংশ নিয়েছেন। কুস্তিবিদ বলেই তিনি সাইফের ওপর হামলার সময় নিজের দক্ষতা দেখাতে সক্ষম হয়েছেন। তবে পুলিশি অনুসন্ধানে বেরিয়ে আসে, শরিফুল শিলিগুড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং মুম্বাইয়ে বসবাস শুরু করেন।

থানে থেকে গ্রেপ্তার হওয়ার পর শরিফুলকে বান্দ্রা আদালতে তোলা হয়। পুলিশ তাঁর ১৪ দিনের রিমান্ড চাইলেও আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ২৪ জানুয়ারি পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতে রাখা হবে। তবে অভিযুক্তের আইনজীবী সন্দীপ শেক্ষানে পুলিশের দাবিকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, শরিফুল ভারতীয় নাগরিক এবং সাত বছর ধরে মুম্বাইয়ে বসবাস করছেন। পুলিশ তাঁর নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি করছে এবং মামলার মূল দিক থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছে। তিনি আরও দাবি করেন, পুলিশ শরিফুলের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা প্রমাণ উদ্ধার করতে পারেনি। 

অভিযোগের ঘটনার পর সাইফ আলী খানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসক নিতিন ডাঙ্গে জানিয়েছেন, সাইফ এখন অনেকটাই সুস্থ আছেন এবং তাঁকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে। সোমবার তাঁর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা থাকলেও, কিছু জটিলতার কারণে তাঁকে আরও একদিন পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসকরা আশা করছেন, আজ বা কালকের মধ্যেই তাঁকে ছাড়পত্র দেওয়া হবে। 

সাইফের ওপর হামলার এই ঘটনা বলিউড তারকাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে বড় প্রশ্ন তুলেছে। এত কঠোর নিরাপত্তার পরও কীভাবে একজন ব্যক্তি ফ্ল্যাটে প্রবেশ করলেন, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মুম্বাইয়ে বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় বাংলাদেশি কুস্তিগীর মুহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও তাঁর নাগরিকত্ব ও হামলার উদ্দেশ্য নিয়ে ভিন্নমত রয়েছে। অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪