• 23 Jan, 2025

ভারতের আধিপত্যবাদ মেনে নেব না: মুফতি হারুন ইজহার

ভারতের আধিপত্যবাদ মেনে নেব না: মুফতি হারুন ইজহার

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বলেছেন, প্রতিবেশী দেশ হিসেবে সীমিত সম্পর্ক রাখাই যথেষ্ট। চট্টগ্রামে গণজমায়েতে তিনি ইসকন নিষিদ্ধের দাবি জানান এবং সরকারের প্রতি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান।

হেফাজতে ইসলামের বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার বলেছেন, "প্রতিবেশী দেশ হিসেবে সম্পর্ক থাকা প্রয়োজনীয় সীমায় সীমাবদ্ধ থাকবে, তবে ভারতের আধিপত্যবাদ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।"

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক গণজমায়েতে তিনি এই মন্তব্য করেন। মুফতি হারুন বলেন, "ফ্যাসিবাদী শক্তি শেখ হাসিনার সরকার শুধু দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়নি, এর পেছনে রয়েছে হিন্দুস্থানী আধিপত্যবাদ। তারা দেশের প্রতিটি সেক্টরে নেতিবাচক প্রভাব ফেলেছে।"

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে আলেম-ওলামাদের উপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। "রিমান্ডে নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা পর্যন্ত আমাদের জিজ্ঞাসাবাদ করেছেন," তিনি উল্লেখ করেন। মুফতি ইজহার ইসকনের বিরুদ্ধেও কড়া অবস্থান নেন। তিনি বলেন, "ফ্যাসিবাদীরা সাধারণ হিন্দুদের অর্থের লোভ দেখিয়ে দেশের অস্থিতিশীলতা তৈরি করতে চেয়েছে। তবে সাধারণ হিন্দুরা এতে সাড়া দেয়নি। বরং ইসকনই এই ষড়যন্ত্রে জড়িত।" আইনজীবী আলিফ হত্যার প্রসঙ্গ টেনে তিনি অবিলম্বে ইসকন নিষিদ্ধ করার দাবি জানান।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কার মতো আমরাও ভারতের দাসত্ব থেকে মুক্ত হতে পারি। তবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নয়, বরং পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে।” ভারতীয় সংবাদমাধ্যম ও রাজনীতিবিদদের ‘বাংলাদেশবিরোধী অপপ্রচার’ বন্ধের দাবিতে হেফাজতে ইসলাম চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে সমাবেশ ও স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা করেছিল। তবে শেষ মুহূর্তে কর্মসূচি বদলে গণজমায়েতের আয়োজন করা হয়। পরে হেফাজতের নেতাকর্মীরা চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪