• 23 Jan, 2025

বিসিএস পরীক্ষার আবেদন ফি কমিয়ে ২০০ টাকা নির্ধারণ

বিসিএস পরীক্ষার আবেদন ফি কমিয়ে ২০০ টাকা নির্ধারণ

বিসিএস পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা নির্ধারণ করেছে সরকার, যা শিগগিরই কার্যকর হবে।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, "সরকারি ও আধা-সরকারি চাকরির আবেদনে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ফি নেওয়া যাবে। এ বিষয়ে প্রজ্ঞাপন আগামী এক সপ্তাহের মধ্যে জারি করা হবে।"

এর আগে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বিসিএস পরীক্ষার আবেদন ফি কমানোর প্রস্তাব করেছিল। তাদের প্রস্তাবে সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করার সুপারিশ করা হয়েছিল।

পিএসসির এক কর্মকর্তা জানান, "আমরা সাধারণ শিক্ষার্থীদের ফি কমিয়ে আনার প্রস্তাব পাঠিয়েছিলাম। তবে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এটি ২০০ টাকায় নির্ধারণ করা হচ্ছে।"

নতুন ফি কাঠামো বাস্তবায়নের মাধ্যমে চাকরিপ্রার্থীদের আর্থিক চাপ কিছুটা হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪