• 23 Jan, 2025

কক্সবাজারের হোটেলে গোপন বৈঠক সন্দেহে ১৮ ইউপি সদস্য আটক, পুলিশের দাবি অবৈধ সমাবেশ

কক্সবাজারের হোটেলে গোপন বৈঠক সন্দেহে ১৮ ইউপি সদস্য আটক, পুলিশের দাবি অবৈধ সমাবেশ

কক্সবাজারের একটি হোটেলে ইউপি সদস্যদের গোপন বৈঠক সন্দেহে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় প্রশাসনের দাবি, বৈঠক সম্পর্কে পূর্বে জানানো হয়নি এবং এতে সরকারবিরোধী কার্যক্রমের সন্দেহ রয়েছে। তবে অংশগ্রহণকারীরা জানান, বৈঠকে গণতন্ত্র, উন্নয়ন এবং রাষ্ট্র সংস্কারের বিষয়ে আলোচনা হচ্ছিল।

prothomalo-bangla_2024-11-09_486d5taw_DH049720241109Up-Mem-1
ছবি: প্রথম আলো  



কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে ১৮ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল মধ্যরাতে ইউপি সদস্যদের নিয়ে চলা একটি মতবিনিময় সভায় তল্লাশি চালিয়ে পুলিশ তাঁদের আটক করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়জুল আযীম জানান, স্থানীয়ভাবে অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়ে পুলিশকে কোনো পূর্বাবহিত করা হয়নি। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে তল্লাশি চালায় এবং ৪০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ১৮ জন সন্দেহভাজনকে থানায় নিয়ে আসে। তিনি আরও জানান, আটক ইউপি সদস্যদের মধ্যে কিছু সদস্যের বিরুদ্ধে মামলা থাকায় তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে কলাতলীর ইউনি রিসোর্টে সভাটি অনুষ্ঠিত হয়। এ সভায় অংশ নেওয়া একাধিক ইউপি সদস্য জানান, সেখানে রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্থানীয় উন্নয়নে তৃণমূল পর্যায়ে কার্যক্রম নিয়ে আলোচনা চলছিল। তবে পুলিশের দাবি, সভাটি সন্দেহজনক হওয়ায় অভিযান চালানো হয়।

বৈঠকে উপস্থিত ইউপি সদস্য সেলিম উল্লাহ বলেন, "বাইসস-এর উদ্যোগে আয়োজিত সভায় আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের প্রতিনিধিত্বকারী ইউপি সদস্যরা অংশ নিয়েছিলেন। কোনো গোপন পরিকল্পনা নয়, বরং দেশের বর্তমান রাজনৈতিক ও উন্নয়নমূলক পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম।"

তবে পুলিশ দাবি করেছে, এই বৈঠক নিয়ে অসন্তোষ সৃষ্টি হওয়ায় স্থানীয় ছাত্র সংগঠনের কিছু নেতা পুলিশের কাছে অভিযোগ করেন যে, ইউপি সদস্যরা গোপন বৈঠক করে সরকারবিরোধী পরিকল্পনা করছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪