• 23 Jan, 2025

‘বাবা, তুমি শান্তিতে ঘুমাও’—ছেলেকে বিদায় জানালেন মুহতাসিমের শোকাহত মা

‘বাবা, তুমি শান্তিতে ঘুমাও’—ছেলেকে বিদায় জানালেন মুহতাসিমের শোকাহত মা

বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বেপরোয়া প্রাইভেট কার চালকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। অভিযুক্ত চালক ও তার সঙ্গীদের গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর গ্রিনরোডের বাসিন্দা মাসুদ মিয়া ও রাইসা সুলতানার একমাত্র ছেলে মুহতাসিম মাসুদ (২২) সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবরে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনায় প্রাণ হারান।

শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে মুহতাসিমের মরদেহ গ্রিনরোডের বাসায় নিয়ে আসা হয়। একমাত্র ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তার মা রাইসা সুলতানা। ছেলেকে শেষ বিদায় জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘বাবা, তুমি শান্তিতে ঘুমাও। আবার আমাদের দেখা হবে।’

মুহতাসিমের বাবা মাসুদ মিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার পদে চাকরি করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে মুহতাসিম বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে বের হন। পুলিশের তল্লাশিচৌকিতে মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র বের করার সময় একটি প্রাইভেট কার পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় একটি তল্লাশিচৌকিতে দাঁড়িয়ে ছিলেন বুয়েটের তিন শিক্ষার্থী। তখন দ্রুতগতিতে আসা একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দিলে মুহতাসিম ঘটনাস্থলেই নিহত হন এবং তার দুই বন্ধু গুরুতর আহত হন।

ঘটনাস্থল থেকে মদ্যপ অবস্থায় থাকা প্রাইভেট কারচালক মুবিন আল মামুন (২০) এবং তার দুই সঙ্গী মিরাজুল করিম (২২) ও আসিফ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। গাড়িতে পাওয়া গেছে মদের খালি বোতল ও বিয়ার ক্যান। অভিযুক্ত মুবিন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে। তাদের ডোপ টেস্টের পর শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

মুহতাসিমের মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার বাবা বলেন, ‘আমি আমার ছেলের হত্যাকারীদের কঠোর শাস্তি চাই। এ ঘটনার যেন দৃষ্টান্তমূলক বিচার হয়।’

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪