• 23 Jan, 2025

শিল্পকলা একাডেমির সামনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজিত প্রতিবাদ সমাবেশে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে নাট্যকার মামুনুর রশীদসহ বেশ কয়েকজন আহত হন। হামলার প্রতিবাদে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত নাট্যকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং শনিবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে শুক্রবার (৮ নভেম্বর) ঢাকার শিল্পকলা একাডেমির সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। নাট্যকর্মীদের দাবি, “নিত্যপুরাণ” নাটকের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আয়োজিত এই সমাবেশে নাট্যকার মামুনুর রশীদের বক্তব্যের সময় কিছু ব্যক্তি ডিম ছুঁড়ে মারেন। নাট্যকর্মীরা পাল্টা প্রতিরোধ করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সমাবেশে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মামুনুর রশীদ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি আরও ঘোষণা দেন, আগামী ১৫ নভেম্বর পর্যন্ত নাট্যকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং শনিবার সকাল ১১টায় শিল্পকলায় সংবাদ সম্মেলন করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতারা। এছাড়াও, দেশের সকল জেলায় প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ফেডারেশন।

উল্লেখ্য, গত ২ নভেম্বর “নিত্যপুরাণ” নাটকটির প্রদর্শন চলাকালে কিছু ব্যক্তি নাটকটি বন্ধের দাবি করে বিক্ষোভ শুরু করলে নিরাপত্তার স্বার্থে প্রদর্শনীটি স্থগিত করা হয়। এই ঘটনা থেকেই নাট্যকর্মীদের প্রতিবাদ সমাবেশের সূত্রপাত।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪