বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে সারা দেশের শিক্ষার্থীরা মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন। উত্তরের জেলা পঞ্চগড়, নাটোর ও সিরাজগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা রাতেই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। সকাল ৭টার মধ্যেই শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
এদিন শহীদ মিনারে মঞ্চ তৈরির কাজ শুরু হয় ভোরে। কর্মসূচির মূল প্রতিপাদ্য হলো—জাতীয় ঐক্যের মাধ্যমে বৈষম্য ও ফ্যাসিবাদ প্রতিরোধের শপথ গ্রহণ। অংশগ্রহণকারীরা আশা করছেন, এ কর্মসূচি দেশের রাজনীতিতে একটি নতুন দিক উন্মোচন করবে।
গত দুই দিন ধরে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় বইছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, হঠাৎ এ বিষয়টি কেন সামনে এলো এবং এর মাধ্যমে কী বার্তা দেওয়া হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরিফ সোহেল ও অন্যান্যরা সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত ঘোষণা দেন।
তিনি জানান, "মঙ্গলবার বিকাল ৩টায় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’র মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেওয়া হবে।"