ঢাকা বিমানবন্দরে ৩১ বোতল বিদেশি মদ ও ক্রিম উদ্ধার
ঢাকা বিমানবন্দরে ডগ স্কোয়াডের মাধ্যমে ৩১ বোতল বিদেশি মদ ও ৩ কেজি গোরি ক্রিম উদ্ধার করা হয়েছে। মালিক অজ্ঞাত থাকায় মালামাল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
এআইইউবি শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত হত্যাকাণ্ডে মোহাম্মদ আকাশ খান নামে আরও একজন গ্রেফতার। মামলায় মোট দুই আসামি গ্রেফতার হয়েছে।
নারায়ণগঞ্জে বেসরকারি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত (২০) হত্যার ঘটনায় মোহাম্মদ আকাশ খান ওরফে সাইদুর রহমান আকাশ (৩৬) নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মামলায় মোট দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে আকাশকে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আকাশকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এর আগে অনিক (২৮) নামে আরেক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। অনিক ইতোমধ্যে স্বীকার করেছে যে ছিনতাইয়ের উদ্দেশ্যে সে শিক্ষার্থী সীমান্তকে ছুরিকাঘাত করে। তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।
গ্রেফতার আকাশ নারায়ণগঞ্জ শহরের কাশিপুর এলাকার ওমর খানের ছেলে। তার বিরুদ্ধেও হত্যা, ছিনতাইসহ ১১টি মামলা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত। ১৪ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা মো. আলম পারভেজ বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
পুলিশ অনিকের কাছ থেকে লুট হওয়া একটি মোবাইল ফোন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করেছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।
প্রভাত সময় ২৪
ঢাকা বিমানবন্দরে ডগ স্কোয়াডের মাধ্যমে ৩১ বোতল বিদেশি মদ ও ৩ কেজি গোরি ক্রিম উদ্ধার করা হয়েছে। মালিক অজ্ঞাত থাকায় মালামাল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
ম্যাটস শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করে তাদের ৪ দফা দাবিতে বিক্ষোভ করেছেন। তাদের দাবিগুলোর মধ্যে নিয়োগ, ইন্টার্নশিপ চালু, কোর্স কারিকুলাম সংশোধন এবং উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে।
গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।