আজ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কুশল বিনিময়ে দেখা গেছে। আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সেলফি পোস্ট করেন। সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সমন্বয়ক সারজিস আলম। এ সময় তাঁরা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম কুশল বিনিময়ের সময় খালেদা জিয়াকে প্রশ্ন করেন, "ম্যাডাম, আপনার শরীর কেমন?" জবাবে খালেদা জিয়া জানান, "না, বেশি ভালো না।" মাহফুজ আলম তাঁকে আশ্বস্ত করে বলেন, “আপনাকে ভালো থাকতে হবে। সামনে আসলে যেনো একটা কনফিডেন্স বের হয়।”
কুশল বিনিময়ের সময় খালেদা জিয়া ছাত্রদের অবদান স্মরণ করেন। তিনি বিশেষভাবে জুলাই ও আগস্ট মাসে ছাত্র আন্দোলনের ভূমিকার প্রশংসা করেন, যা রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগ সরকারের পতনে ভূমিকা রেখেছিল বলে উল্লেখ করেন। আজকের এই দিবসে তাদের উপস্থিতি নতুন উদ্দীপনার বার্তা দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।