রোম থেকে আসা বিমানে বোমার হুমকি, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
নওগাঁর পত্নীতলায় দাদন ব্যবসায়ীর চাপের শিকার হয়ে সুমন হোসেন (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। মৃত্যুর আগে সুমন ফেসবুক লাইভে দাদন ব্যবসায়ী বুলবুলের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ তোলেন। তাঁর ভাইরাল হওয়া ভিডিও ও মৃত্যুর ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং বিষয়টি তদন্ত করছে।
নওগাঁর পত্নীতলা উপজেলার পদ্মপুকুর বালকাপাড়া গ্রাম থেকে রবিবার রাতে সুমন হোসেন (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। সুমন মহাদেবপুর উপজেলার বিলছাড়া চকপাড়া গ্রামের বাসিন্দা এবং নজিপুর বাসস্ট্যান্ড মসজিদ মার্কেটের সুমন ফটোকপির মালিক। গ্রামবাসী জানান, লাশ উদ্ধার করে রাত ১১টার দিকে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সুমনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।মৃত্যুর আগে সুমন নিজের ফেসবুক লাইভে স্থানীয় দাদন ব্যবসায়ী বুলবুলের বিরুদ্ধে চাঁদাবাজি এবং জীবনের জন্য হুমকির অভিযোগ তুলে ধরেন। ভাইরাল হওয়া ৫ মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওতে সুমন জানান, তিনি বুলবুলের কাছ থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন, যা পরিশোধ করতে গিয়ে সুদসহ ১ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করেন। তবে বুলবুল আরও ৮ লাখ ৫০ হাজার টাকা দাবি করে।
লাইভ ভিডিওতে সুমন অভিযোগ করেন, টাকা পরিশোধের বিষয়ে তিনি সোমবার সময় চান। তবে টাকা নিতে যাওয়ার পর তাঁকে ধাওয়া করা হয়। তিনি ভিডিওতে স্থানীয়দের উদ্ধার করার আহ্বান জানান।সুমনের ভিডিওর ভিত্তিতে এলাকাবাসী জানায়, তাঁরা নাদোড়-বিলছাড়া রাস্তার পাশে একটি গাছে সুমনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান বলেন, “লাশ সুরতহাল রিপোর্টের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সুমনের ফেসবুক ভিডিও আমাদের নজরে এসেছে, বিষয়টি তদন্তাধীন।
পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রভাত সময় ২৪
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ৬ সদস্যের সামরিক প্রতিনিধিদল। লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে দলটি ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফর করে। সফরে দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।