ঢাকা বিমানবন্দরে ৩১ বোতল বিদেশি মদ ও ক্রিম উদ্ধার
ঢাকা বিমানবন্দরে ডগ স্কোয়াডের মাধ্যমে ৩১ বোতল বিদেশি মদ ও ৩ কেজি গোরি ক্রিম উদ্ধার করা হয়েছে। মালিক অজ্ঞাত থাকায় মালামাল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীরা মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের ঘটনাস্থলে আসার দাবি জানিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে একটি ট্রেনের জানালায় ইট-পাটকেল নিক্ষেপে ক্ষতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে এপিসি ও জলকামান নিয়ে পুলিশ মোতায়েন রয়েছে।
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীরা আজ সোমবার মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন। বেলা সোয়া ১১টার দিকে দেড় থেকে দুই হাজার শিক্ষার্থী কলেজ ক্যাম্পাস থেকে মিছিল শুরু করেন। মিছিলটি আমতলী মোড় হয়ে মহাখালী রেলক্রসিংয়ে পৌঁছে সড়ক ও রেলপথ অবরোধ করে। শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি মহাখালীতে না আসা পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের ঘটনাস্থলে উপস্থিত হওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। অবরোধ চলাকালে নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেস রেলক্রসিং পার হওয়ার সময় বিক্ষোভকারীরা সেটি থামানোর চেষ্টা করেন। ট্রেনটি গতি কমিয়ে অতিক্রম করার সময় শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। অবরোধস্থলে পুলিশের এপিসি (আর্মড পার্সোনেল ক্যারিয়ার) ও জলকামান মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীরা গত কয়েক মাসে একাধিকবার সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। তিতুমীর বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের দাবিও রয়েছে তাঁদের। সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবির বিষয়টি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের আন্দোলনে প্রধান এজেন্ডা। তবে, এ ধরনের আন্দোলন জনদুর্ভোগ সৃষ্টি করায় বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।
প্রভাত সময় ২৪
ঢাকা বিমানবন্দরে ডগ স্কোয়াডের মাধ্যমে ৩১ বোতল বিদেশি মদ ও ৩ কেজি গোরি ক্রিম উদ্ধার করা হয়েছে। মালিক অজ্ঞাত থাকায় মালামাল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
ম্যাটস শিক্ষার্থীরা শাহবাগে সড়ক অবরোধ করে তাদের ৪ দফা দাবিতে বিক্ষোভ করেছেন। তাদের দাবিগুলোর মধ্যে নিয়োগ, ইন্টার্নশিপ চালু, কোর্স কারিকুলাম সংশোধন এবং উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে।
গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।