নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙলেন বিএনপিপন্থি আইনজীবীরা
নারায়ণগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলা জজ আদালতের সামনে থাকা বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল ভেঙে ফেলেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীরা মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের ঘটনাস্থলে আসার দাবি জানিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে একটি ট্রেনের জানালায় ইট-পাটকেল নিক্ষেপে ক্ষতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে এপিসি ও জলকামান নিয়ে পুলিশ মোতায়েন রয়েছে।
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীরা আজ সোমবার মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন। বেলা সোয়া ১১টার দিকে দেড় থেকে দুই হাজার শিক্ষার্থী কলেজ ক্যাম্পাস থেকে মিছিল শুরু করেন। মিছিলটি আমতলী মোড় হয়ে মহাখালী রেলক্রসিংয়ে পৌঁছে সড়ক ও রেলপথ অবরোধ করে। শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি মহাখালীতে না আসা পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের ঘটনাস্থলে উপস্থিত হওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। অবরোধ চলাকালে নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেস রেলক্রসিং পার হওয়ার সময় বিক্ষোভকারীরা সেটি থামানোর চেষ্টা করেন। ট্রেনটি গতি কমিয়ে অতিক্রম করার সময় শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। অবরোধস্থলে পুলিশের এপিসি (আর্মড পার্সোনেল ক্যারিয়ার) ও জলকামান মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীরা গত কয়েক মাসে একাধিকবার সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। তিতুমীর বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের দাবিও রয়েছে তাঁদের। সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবির বিষয়টি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের আন্দোলনে প্রধান এজেন্ডা। তবে, এ ধরনের আন্দোলন জনদুর্ভোগ সৃষ্টি করায় বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।
প্রভাত সময় ২৪
নারায়ণগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলা জজ আদালতের সামনে থাকা বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল ভেঙে ফেলেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
রাজধানীসহ দেশের সড়ক-মহাসড়কে ছিনতাই রোধে ট্রাফিক সার্জেন্টদের হালকা অস্ত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, পুলিশের জনবল সংকটের কারণে ট্রাফিক সার্জেন্টদের এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ক্যামেরা ও বাইনোকোলারের মাধ্যমে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন কমিশনার ড. নাজমুল করীম খান।