• 23 Jan, 2025

প্রেম প্রত্যাখ্যান করায় কলেজছাত্র অপহরণ, সন্দেহভাজন হিসেবে তরুণী ও তার বাবা গ্রেপ্তার

প্রেম প্রত্যাখ্যান করায় কলেজছাত্র অপহরণ, সন্দেহভাজন হিসেবে তরুণী ও তার বাবা গ্রেপ্তার

শেরপুরে কলেজছাত্র সুমন মিয়াকে (১৭) অপহরণের অভিযোগে এক তরুণী ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই তরুণী সুমনকে অপহরণে সহায়তা করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সুমনকে উদ্ধারে অভিযান চলছে। সুমনের সর্বশেষ অবস্থান ময়মনসিংহে শনাক্ত হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

prothomalo-bangla_2024-11-11_ycdiext2_DH055920241111sherpur-college-student-sumon-miah-picture-11.11.2024
শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমন মিয়া ছবি: সংগৃহীত


শেরপুরে কলেজছাত্র সুমন মিয়ার (১৭) অপহরণের অভিযোগে সদর থানার পুলিশ এক তরুণী ও তার বাবাকে গ্রেপ্তার করেছে। গত ৪ নভেম্বর সন্ধ্যায় কলেজ শেষে বাড়ি ফেরার পথে সুমন নিখোঁজ হন। সুমনের বাবা নজরুল ইসলাম সদর থানায় অভিযোগ দাখিল করেন, যেখানে তিনি অভিযোগ করেন, প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় অভিযুক্ত তরুণী দুই–তিনজন যুবকের সহায়তায় সুমনকে অপহরণ করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, গ্রেপ্তারকৃত বাবা-মেয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশি অভিযান চালানো হচ্ছে। সুমনের সন্ধানে জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে এবং সুমনের মোবাইল ফোন ট্র্যাকিং করে সর্বশেষ তার অবস্থান ময়মনসিংহে পাওয়া যায়, তবে ফোনটি বর্তমানে বন্ধ। নিখোঁজ সুমনের মা-বাবা ও স্থানীয়দের সঙ্গে পুলিশ সুপার নিজে দেখা করে আশ্বস্ত করেছেন যে, সুমনকে উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪