সেবা খাতে বিদেশে অর্থ প্রেরণের প্রক্রিয়াকে সহজতর করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলার অনুযায়ী, সেবা খাতের ব্যয়ের মধ্যে রয়টার্স মনিটর, ব্লুমবার্গ ফি, ব্যাংকার্স অ্যালমানাক, ডিউ ডিলিজেন্স রেপোজিটরি ব্যয়, ক্রেডিট রেটিং সার্ভিস ফি এবং মূল্য যাচাই ফি অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া, ব্যাংকগুলোকে বিদেশ ভ্রমণকারীদের লাউঞ্জ সুবিধার খরচ পরিশোধের অনুমতি দেওয়া হয়েছে। তবে, এ ক্ষেত্রে একজন কার্ড হোল্ডার বছরে সর্বোচ্চ ৫০০ মার্কিন ডলার খরচ করতে পারবেন। সার্কুলারে আরও বলা হয়েছে, পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান যেমন ব্রোকারেজ ফার্ম, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ইত্যাদি, আর্থিক তথ্য ও যোগাযোগসংক্রান্ত সেবার জন্য বিদেশে ফি প্রেরণের ক্ষেত্রে এখন থেকে আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগে এ ধরনের ব্যয় পরিশোধের জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হতো, যা সময়সাপেক্ষ ছিল। এই সার্কুলারের মাধ্যমে সেবাখাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য রেমিট্যান্স প্রেরণের প্রক্রিয়া অনেক সহজ হলো। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। আন্তর্জাতিক লেনদেনে গতিশীলতা আনতে এবং সেবাখাতকে আরও প্রতিযোগিতামূলক করতে এই পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
- 23 May, 2025

বাংলাদেশ ব্যাংক সেবা খাতে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা জারি করেছে। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যয় ও আন্তর্জাতিক সেবা ফি পাঠানোর ক্ষেত্রে অনুমতির প্রয়োজন থাকছে না, যা লেনদেনকে আরও গতিশীল করবে।
নিউজ ডেস্ক
প্রভাত সময় ২৪
সম্পর্কিত পোস্ট
অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার
03 Feb, 2025
9 মিনিট পড়া
219 ভিউ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস থানায় না গিয়ে সারা দেশে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি
01 Feb, 2025
8 মিনিট পড়া
179 ভিউ
বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১ টাকা বাড়ানো হয়েছে। ডিজেল ও কেরোসিনের নতুন মূল্য ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা ও পেট্রোল ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য আজ মধ্যরাত থেকে কার্যকর হবে।
Follow us
ক্যাটাগরি
- জাতীয় (203)
- নওগাঁ (139)
- রাজনীতি (134)
- আন্তর্জাতিক (71)
- সারাদেশ (68)
সাম্প্রতিক খবর
�
-
তারুণ্যের জাগরণ ঘটিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা হবে: যুবদল সভাপতি
21 May, 2025 17 ভিউ -
-
-
Your experience on this site will be improved by allowing cookies
Cookie Policy